মকবুল হোসেন: ৪ জুন সন্ধ্যা ৭ টায় মাধবদী থানার মেঘনা বেড়িবাঁধ নৌঘাট থেকে ট্রলার যোগে টিডিরচর যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টায় নৌঘাট থেকে এমতাজ তার পরিবারের সদস্যদের নিয়ে চরদিঘলদীর টিডিরচর গ্রামে আত্মীয়ের বাড়ি যাবার পথে মাঝ নদীতে গেলে প্রচন্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে এ দূর্ঘটনায় এজাজ সহ তার পরিবারের ৬ সদস্য ডুবে যায়।
স্থানীয় মাঝি ও লোকজন ৪ জনকে উদ্ধার করলে ও ঘটনার ৪ ঘন্টার পরও এমতাজের কন্যা জান্নাতুল (১৪) ও পুত্র আব্দুল্লাহ (১২) নিখোঁজ রয়েছে। উদ্ধার কৃতরা হল এমতাজ, দিলারা বেগম, আব্দুল মতিন, রুহুল।
স্থানীয় নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেশ হলধার জানায় ঘটনার পর পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করে। মাধবদী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা জানায়,মাধবদী ফায়ার সার্ভিসের কোন ডুবুরি নাই।ঢাকায় খবর দেয়া হয়েছে। এমতাজ নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হলেও মাধবদী তে বসবাস করেন ও ব্যাবসা করেন।